![]() |
দেশী সংকর জাতের গরু |
|আরো পড়ুন
প্রাণি গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) হিসাবে, বর্তমানের বাংলাদেশে প্রায় ২৩ লাখ সংকর জাতের গরু রয়েছে। এগুলো দুধ ও মাংস উৎপাদনে দেশী জাতগুলোর তুলনায় অনেক উন্নত। সংকর জাতের একটি গাভী সঠিক যত্ন পেলে তার ল্যাকটেশন পিরিয়ডে (দুধ দানের কাল) ১৮০০-৩০০০ কেজি দুধ দিতে পারে। এসব গাভী ১৮-২৪ মাসের মধ্যেই বয়োঃপ্রাপ্ত হয়, অর্থাৎ বাচ্চা ধারণের উপযুক্ত হয়। ১৩-১৫ মাস অন্তর বাছুর জন্ম দিতে পারে।
0 Comments